ফেনী
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৩
, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

ফেনী জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কমের সভাপতিত্বে আমন্ত্রীত অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইফতার উপ-কমিটির আহবায়ক পিপি হাফেজ আহম্মদ।এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আক্রামুজ্জামান। দপ্তর সম্পাদক এ.কে শহীদ উল্যা খোন্দকারের সঞ্চালনায় ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ দোয়া পরিচালনা করেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত ফেনী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবিএম তালেব আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর আবদুল হান্নানের স্মরণে এক মিনিট নিরবতা ও বিশেষ দোয়া করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!