ফেনী
বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৮
, ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সৌরভ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠক ছাত্র-ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ফেনীর ছেলে সৌরভ মিত্র টিটু। শহরের বাঁশপাড়া এলাকার অধিবাসী সৌরভ ফেনী সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

গত মঙ্গলবার বিকালে ফেনী জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগের যুগ্ম-সমম্বয়ক শুকদেব নাথ তপনসহ ফেনী জেলা ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আকাশ চৌধুরীকে আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিরা কুমার কুন্ডুকে সদস্য সচিব করে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রানাদাস গুপ্ত নবগঠিত কমিটির অনুমোদন দেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!