ফেনী
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:০৩
, ১৭ই রজব, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা উপজেলা-পৌর কমিটিকে স্বাগত জানিয়ে চরদরবেশ ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল নিজ দলীয় ত্যাগী-নির্যাতিত কর্মীর পাশে থাকায় ষড়যন্ত্রের শিকার বিএনপি নেতা আহবায়ক কমিটি দিয়ে ৫ বছর পার ফেনীর বিএনপির ফাজিলপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন নানা আয়োজনে ফেনী মুক্ত দিবস পালিত ঢাকাস্থ ফাজিলপুর যুব কল্যাণের জিপিএ ৫ সংবর্ধনা আ.লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা জনগণই ঠিক করবে-ফখরুল

ফেনীর ছেলে আলাউদ্দিন আদরের ৩টি বই প্রকাশিত হবে একুশে বইমেলায়।

নাজিম সরকার, ঢাকাঃ ফেনীর জেলার সন্তান আলাউদ্দিন আদর পেশায় একজন প্রকৌশলী। সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই ছাত্র প্রকৌশল অঙ্গনের চেয়ে সাহিত্য অঙ্গনেই বেশি পরিচিত। একাধারে কবি, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক তিনি। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র আলাউদ্দিন আদর দীর্ঘদিন লেখালিখি ও সম্পাদনার সাথে জড়িত। তার প্রকাশিত ত্রৈমাসিক ‘সময়ের জানালা’ ম্যাগাজিন দর্শকনন্দিত একটি সাহিত্য ম্যাগাজিন। নিয়মিত বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করলেও এবার প্রথম তিনি কাব্যচর্চা ও সাহিত্য সমালোচনাকে মলাটবন্ধী করবেন। তাই এই বছর বইমেলায় আলাউদ্দিন আদরের ৩টি বই প্রকাশিত হবে। গবেষনামুলক গ্রন্থ ‘সাহিত্যে নোবেলঃ ভেতর বাহির’ প্রকাশিত হবে প্রিয় বাংলা প্রকাশন থেকে। বইটি প্রিয় বাংলা প্রকাশনের ৬৬৫ নং স্টলে পাওয়া যাবে। আলাউদ্দিন আদর রচিত কাব্যগ্রন্থ ‘নিবন্ধিত নারী’ পাওয়া যাবে ৬৬৬ নং স্টলে, দাঁড়িকমা প্রকাশনী কাব্যগ্রন্থটি প্রকাশ করবে ২০১৮ এর অমর একুশে বইমেলায়। এছাড়াও সারাদেশের ১০০জন তরুনের কাব্য নিয়ে প্রথমবারের মত প্রকাশিত হবে ‘তারুন্যের শতকাব্য’ কাব্য-সংকলন। কাব্য-সংকলনটি দুর্জয় বাংলা প্রকাশনের ব্যানারে প্রকাশিত হবে। আলাউদ্দিনের আদর সম্পাদিত বইটি পাওয়া যাবে লিটল ম্যাগ চত্ত্বরে সময়ের জানালার স্টলে। ২০১২ সালে ফেনী পলিটেকনিক থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন আলাউদ্দিন আদর। কর্মের স্বীকৃতি স্বরুপ পেয়েছেন প্রিয় বাংলা পান্ডুলিপি পুরষ্কার-২০১৮, পথিক লেখক সম্মাননা-২০১৬ এবং একুশে বইমেলা বুলেটিন-২০১৬ লেখক সম্মাননা স্মারক। ফেনী জেলার ফরহাদ নগর ইউনিয়নের সুবলপুরে গ্রামে জন্ম এই কবির বাবা মরহুম মুন্সী আব্দুল ওহাব এবং মাতা পান্জাব মুন্সী । পাঁচ ভাই ও দুই বোনের মাঝে সর্বকনিষ্ঠ হওয়ায় নিজ নামের পাশে স্থায়ীভাবে পারিবারিক স্বীকৃতি মিলে ‘আদর’ নামটির।

বৃহস্পতিবার বিকেল ৩টায় মাসব্যাপী একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি এই মেলার আয়োজন করে আসছে। প্রধানমন্ত্রী এদিন মেলার ওয়াই-ফাই সংযোগ ও ওয়েবসাইট এবং আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনেরও উদ্বোধন করবেন। বইমেলা চলাকালে ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে বইমেলা যথারীতি আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ট্যাগ :

আরও পড়ুন


Logo