ফেনীতে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।এ উপলক্ষে রবিবার সকালে শহরের পৌর চত্বর থেকে র্যালী বের করা হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজাঝি দিঘীস্থ বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, সহ সভাপতি এডভোকেট হাফেজ আহাম্মদ,দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ মজুমদার, পৌর সাধারন সম্পাদক আব্দুল করিম,সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বিকম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুরমা, সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড়মনি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল,পৌর সভাপতি রফিকুল ইসলাম ভুইয়া,জেলা যুবলীগ নেতা শাহাদাত হোসেন রিন্টু, জেলা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার নিঝুম, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



