ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নিজাম উদ্দিন মজুমদার ও সাধারন সম্পাদক পদে মেজবাউল হায়দার চৌধুরী সোহেল নির্বাচিত হয়েছেন।শুক্রবার বিকালে উপজেলা চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটৌকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন মজুমদার বুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সঞ্চালনায় এ সময় দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়।



