মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফেনী-৩ আসনের সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এবিএম তালেব আলী (৮৯) আর নেই । মঙ্গলবার সকাল ১০ টায় ফেনী শহরের নাজির রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।বাদ জোহর ফেনী মিজান ময়দান ও বাদ আসর সোনাগাজী বিষ্ণুপুর হাইস্কুল মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা কথা রয়েছে।তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
এবিএম তালেব আলী ফেনী-৩ আসন থেকে পর পর তিনবার ( ১৯৭০ , ১৯৭৩ ও ১৯৭৯ সালে) জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সোনাগাজীর ঐতিহ্যবাহি বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।



