ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০২
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার রকি নিহত; পরিবারে চলছে শোকের মাতম

দাগনভূঞা প্রতিনিধি- শনিবার রাতে দক্ষিন আফ্রিকার কেপটাউন শহরে সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের ইদ্রিস ব্যাপারী বাড়ীর আবদুল মালেকের ছেলে নুর আলম রকি (২৭) নিহত হয়। এতে পরিবারে চলছে শোকের মাতম।কয়েকদিনের মাঝে লাশ দেশে এনে কবর দেয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, বিগত ৫-৬ বছর পূর্বে সোনার হরিণ ধরার আশায় বসত ভিটি বিক্রি করে আফ্রিকায় পাড়ি জমায় রকি। সেখানে প্রথমে অন্যের দোকানে চাকরি করে সে নিজেই কেপটাউন শহরে ব্যবসা শুরু করে। ওই খানের নিগ্রো সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাকে হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দেয়ায় ওই দিন রাতে রকিকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নিহতের ভাই ফকির ও সাদ্দাম সহস্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
স্থানীয়রা জানায়, রকির লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আসার পর নিহতের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!