দাগনভুইয়া প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মূছা আলম মাসূদ(৩৫) নামে ধর্ষণ মামলার আসামী নিহত হয়েছে।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর ব্রিজ এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানায়,২০১৬ সালের ৯ জুলাই খুশিপুরে প্রতিবন্ধি স্কুল ছাত্রীকে ধর্ষণ করে মাসূদ।এ ঘটনায় তার বিরুদ্বে থানায় মামলা দায়ের করা হয়।এরপর থেকে সে পলাতক।গত ৬ মে একই গ্রামে চার সন্তানের জননীকে মাসূদ ও তার বন্ধু ছুট্টু জোর পূর্বক ধর্ষণ করে।এ ঘটনায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।পরে তাকে নিয়ে অপর আসামি ছুট্টুকে আটক করতে খুশিপুর ব্রিজ এলাকায় অভিযানে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মাসূদের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।এসময় পুলিশের পাল্টা গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত ধর্ষক মাসূদ।এসময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়।
এদিকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্বার করে পুলিশ।নিহত মাসূদ খুশিপুর গ্রামের শাহ আলমের ছেলে।
পুলিশ সুত্র আরো জানায়,ফেনী মডেল থানায় মাসুদের বিরুদ্ধে দুটি ধর্ষণ মামলা ছাড়াও দাগনভূঞা থানায় মারামারি,ডাকাতি মামলা ও হত্যা মামলা রয়েছে।