ফেনী
শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৯
, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী জেলা আ.লীগের সম্মেলনে সভাপতি পদে আলোচনায় দুই আইনজীবী

ফেনী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন বিজ্ঞ আইনজীবী আক্রামুজ্জামান ও হাফেজ আহাম্মদ। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনই সভাপতি পদে এডভোকেট আক্রামুজ্জামান ও দ্বিতীয় দিন এডভোকেট হাফেজ আহম্মদ মনোনয়ন সংগ্রহ করেন। আক্রামুজ্জামান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

এদিকে হাফেজ আহম্মদ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করার পাশাপাশি পাবলিক প্রসিকিউটর (পিপি) এর দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে দায়িত্ব পালন করা সহ বিভিন্ন সময়ে জাতীয় শোক দিবস উদযাপনসহ জেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে আহবায়ক কমিটির দায়িত্ব পালন করেছেন।

সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এডভোকেট নুর হোসেন জানিয়েছেন, সভাপতি পদে এখন পর্যন্ত তিনটি ফরম বিক্রি হয়েছে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়ার সময় রয়েছে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!