ফেনীতে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিকের নেতৃত্বে ৫০/৬০ জন ছাত্রলীগের নেতাকর্মী উপজেলার ধলিয়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মধ্যম ধলিয়া গ্রামের কৃষক ছোট্টনের ১শ ২০ শতাংশ জমির ধান মাঠ থেকে কেটে বাড়িতে তুলে দেন।এসময় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন সুমন, সাহাব উদ্দিন রিপাত,তথ্য ও প্রযুক্তি সম্পাদক একরামুল হক মাসুম, ধলিয়া ইউনিয়ন সভাপতি আবদুল্লাহ আল মাসুদ মিশু, সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ ইয়ারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক ছোট্টন জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে।মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কীভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, কীভাবে অর্থের সংস্থান হবে- এ চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন।এ সময় সাহায্য করতে আসে ছাত্রলীগের একদল নেতা-কর্মী। ধান কাটা থেকে শুরু করে ঘরে আনা পর্যন্ত সব করে দিয়েছে তারা।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সময়ে জেলাব্যাপী কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।