ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনীতে সাংগঠনিক ৮ ইউনিটে বর্ধিত সভা করবে জেলা ছাত্রলীগ

ফেনীতে তৃণমূল ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে জেলার আওতাধীন ৮টি সাংগঠনিক ইউনিটে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।এ লক্ষ্যে ৮ টি সমন্বয় কমিটি গঠন করেছে দলটি।বৃহস্পতিবার বিকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের বর্ধিত সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর শুক্কুর মানিক,পৌর সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভি,সোনাগাজী উপজেলা সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন,ফুলগাজী উপজেলা সাধারণ সম্পাদক শামীম মজুমদার, পরশুরাম উপজেলা আহবায়ক জমির উদ্দিন ভাবন প্রমুখ।এসময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সহ-সভাপতি রাজিয়া সুলতানা শান্তাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে প্রতিটি ইউনিটে ৩ জন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি করে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়।আর ৯ ডিসেম্বর পরশুরাম ও ফুলগাজী উপজেলা,১১ ডিসেম্বর সোনাগাজী উপজেলা, ১৩ ডিসেম্বর দাগনভুইয়া উপজেলা,১৪ ডিসেম্বর ফেনী পৌর সভা,১৮ ডিসেম্বর ছাগলনাইয়া উপজেলা ,২৫ ডিসেম্বর ফেনী সরকারি কলেজ ও ২৭ ডিসেম্বর ফেনী সদর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!