করোনায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ফেনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগ।বৃহস্পতিবার বিকালে শহরের পৌর সভাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ১৫ আগষ্ট সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং সদ্য নির্মিত জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে কোরআন খতম, মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং প্রতিটি উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।