বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, তা বিএনপি নেতাদের চোখে পড়ে না, তাদের চোখে ছানি পড়েছে। বিএনপি ক্ষমতা থাকাকালে এদেশে লুটপাট ও দুর্নীতির মহোৎসব হয়েছে।ফলে খালেদা জিয়া আজ দুর্নীতির দায়ে জেল খাটছেন। অথচ বিএনপিরমহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন। মিথ্যাচারের জন্য বিএনপির জন্মই বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সদর উপজেলা সভাপতি করিম উল্যাহ বিকমের সভাপতিত্বে ও পৌর সভাপতি আইনুল কবির শামীমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান বিকম।প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, জাতীয় পরিষদের সদস্য ও ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আক্রামুজ্জামান ও মাষ্টার আলী হায়দার।স্বাগত বক্তব্য রাখেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে করিম উল্যাহ বিকম ও সাধারন সম্পাদক পদে শুসেন চন্দ্র শীল ও পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আইনুল কবির শামীম ও সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নাম সর্ব সম্মতিক্রমে ঘোষনা করেন প্রধান অতিথি।



