ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের সাথে মতবিনিময়

দলকে সু-সংগঠিত করতে সবাইকে কাজ করে যেতে হবে

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনী জেলা আওয়ামী লীগকে আরও সু-সংগঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে তৃণমূলের সম্মেলন শেষ হয়েছে। এসব সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছে তারা সকলেই যোগ্য। এরপরেও একাধিক ব্যক্তিকে নির্বাচিত করার সুযোগ না থাকায় যাদেরকে সভাপতি ও সম্পাদক ঘোষনা করা হবে, তাদের দায়িত্ব হলো সকলকে নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে সু-সংগঠিত করতে কাজ করে যাওয়া। গতকাল শনিবার ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে পৌর আওয়ামী লীগের ১৮টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক প্রার্থীদের সাথে সাক্ষাৎকার ও মতবিনিময় সভায় নিজাম হাজারী এমপি এসব কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, দপ্তর সম্পাদক শহীদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, হারুন অর রশীদ, পৌর সভাপতি আইনুল কবির শামীম, সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা কৃষকলীগের সভাপতি আশ্রাফুল আলম গীটার প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!