ভয়াল ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ফেনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শহীদ খোন্দকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, পৌর সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহান আরা বেগম সুরমা, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল হাজারী, যুব মহিলা লীগের সভাপতি হাছিনা আক্তার নিঝুম প্রমুখ। এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ বিকম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, পৌর সভাপতি রফিকুল ইসলাম ভূঞা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।