সদর প্রতিনিধি- ফেনী সদরের ধর্মপুরে যৌতুক না দেয়ায় তানজিনা আক্তার তপুল (১৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যাকারীদের বিচার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলকাবাসীরা।মঙ্গলবার সকালে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের ল্যাবরেটরী হাইস্কুলের সামনে আয়োজিত মানববন্ধনে ফেনী ল্যাবরেটরী হাইস্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবকসহ নিহত তপুলের পরিবার ও এলাকাবাসীরা অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন, তপুলের মা বিবি রাবেয়া আক্তার, পিতা নূর আলম খোকন, ফেনী ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জহরলাল দেবনাথ, এসএমসি সদস্য আলী আহম্মদ ও কাজীরবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস বর্তন।
এসময় তারা তানজিনা হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক ৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। এছাড়াও ঘটনার পর থেকে আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা ফেনী মডেল থানা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। এর আগে ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তানজিনা হত্যার প্রতিবাে তার স্বজন ও এলাকাবাসীরা ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর গৃহবধু তানজিনাকে শ্বাসরোধ করে হত্যা করে তার শ্বশুর বাড়ির লোকজন। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর তার মা বিবি রাবেয়া আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা ায়ের করেন। মামলায় তানজিনার বের জিয়া উদ্দিন জিয়া, শ্বশুর তরব আলী, শাশুড়ি হালিমা খাতুন, ননদ ফিরোজা আক্তার, জরিনা আক্তার, স্বামী হুমায়ুন কবির ও ননদের স্বামী ক্বারী আহমেদসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এর মধ্যে গত ৫ সেপ্টেম্বর আসামী ক্বারী আহমেদকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে পুলিশ। বাকীরা পলাতক রয়েছে।