ঢাকা অফিস-ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে রিটের ওপর শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত রুলের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। রিট আবেদনের পক্ষে শুনানি করেন কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন মণ্ডল।