ফেনী
শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৯
, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ফেনীতে ছাত্র-জনতা হত্যাসহ ৯ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

ফেনীতে ছাত্র-জনতা হত্যাসহ ৯ মামলার পলাতক আসামি ছাত্রলীগ নেতা সফিকুল ইসলাম সম্রাট (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।সে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উত্তর জাহানপুরের খুরশিদ আলমের ছেলে।

সুত্র জানান, ফেনী জেলা গোয়েন্দা ও ফেনী মডেল থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে চট্টগ্রাম হালিশহর এলাকা হতে পলাতক আসামী সফিকুল ইসলাম সম্রাটকে গ্রেফতার করে।তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট মহিপালে গনহত্যার ঘটনায় দায়েরকৃত ৬টি হত্যা ও মারধর হত্যা চেষ্টাসহ ৯টি মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা সম্রাট হত্যাকান্ডসহ ঘটনার সাথে জড়িত ছিল মর্মে স্বীকার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান,হত্যাসহ দায়েরকৃত সকল মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

ট্যাগ :

আরও পড়ুন


Logo