স্টাফ রিপোর্টার-ফেনীতে আওয়ামীলীগের কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতারা বলেছেন, ২০০৮ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এসময় তারা আরো বলেন, বর্তমান সরকার যখন ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছে, তখন বিএনপি জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে নেতাকর্মীরা কাজ করে দলকে সুসংগঠিত করতে হবে। শুক্রবার বিকালে শহরের শহীদ জহির রায়হান হল মাঠে জেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ স¤পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক স¤পাদক একেএম এনামুল হক শামীম, কৃষি ও সমবায় বিষয়ক স¤পাদক ফরিদুন্নাহার লাইলী এবং যুব ও ক্রীড়া স¤পাদক হারুনুর রশিদ। জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ স¤পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আজিজ আহম্মদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন প্রমুখ।