নিজস্ব প্রতিবেদক-ফেনীর স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইতিবাচক আয়োজিত সেমিনারে বক্তারা পুঁথিগত বিদ্যার চেয়ে মানবিক শিক্ষা এবং মেধার প্রয়োগের উপর গুরুত্ব দিয়েছেন। বুধবার সকালে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে ‘শিক্ষার মুল উদ্দেশ্যই জ্ঞান অর্জন, পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়’ এ প্রতিপাদ্যে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে জাতিকে উন্নত করা সম্ভব নয়। দেশ ও সমাজের প্রকৃত উন্নয়নে প্রয়োজন মানবিক শিক্ষা এবং মেধার প্রয়োগ। প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ভালো ফলাফল বা জিপিএ-৫ অর্জন করা যায়, কিন্তু সামাজিক জীবনে প্রকৃত জ্ঞানী বা মানুষ হওয়া যায় না। তিনি বলেন, একজন সুশিক্ষিত সন্তান গঠনে মায়েদের ভূমিকা অনেক বেশী। অভিভাবকরা নৈতিক মূল্যবোধ ও মানবিক মূল্যবোধের দৃষ্টিকোন থেকে সন্তানকে গড়ে তুলতে পারলে তা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে। পুলিশ সুপার বলেন, শুধু পরীক্ষায় পাশ করলেই হবে না, মানুষের মত মানুষ হতে হবে।
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ কর্ণেল (অব:) ছালেহ উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ফেনী পৌর মেয়র ও স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন বলেন, বর্তমানে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ববোধ ক্রমেই যেন দূরে সরে যাচ্ছে। এ অবস্থা থেকে আমাদের বেড়িয়ে আসতে হলে ভবিষ্যত প্রজন্মকে অবশ্যই ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য পুঁথিগত বিদ্যা শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিক, মানসিক, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। হাজী আলাউদ্দিন বলেন, শিক্ষার শেষ নেই, শিক্ষার কোন বয়স নেই। পড়ালেখার পাশাপাশি মানুষ হবার শিক্ষা নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু পুঁথিগত বিদ্যার মধ্যেই আপনাদের সন্তানদেরকে সীমাবদ্ধ রাখবেন না সমাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত করবেন। জ্ঞানের সীমাবদ্ধতার থেকে বেরিয়ে এসে জানার আগ্রহ তৈরী করতে হবে। পারিবারিক, সামাজিক ও বিভিন্ন স্থান থেকে শেখা ও জানার মাধ্যমে জ্ঞানের ভান্ডারটাকে সমৃদ্ধ করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহনের জন্য উৎসাহিত করতে বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সেমিনারের আয়োজক ইতিবাচক’র প্রধান সমন্বয়ক নাসিম আনোয়ার জাকি। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতিসহ সার্বিক সামাজিক সচেতনতা ও উন্নয়নকল্পে সকলকে একসাথে কাজ করতে হবে। ইতিবাচক সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সেমিনারে স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক হাজী আবু বক্কর ছিদ্দিক, নুরুল আলম,মাহমুদুল হক চৌধুরী মুনির, মাঈন উদ্দিন ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।