শহর প্রতিনিধি-জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভূক্ত করে বিধিমালা জারির দাবীতে ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি ফেনী জেলা।
রবিবার দুপুরে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোক্তার হোসেন, সমাজকর্ম বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ফখরুল আমিন পিন্টু, ইংরেজী বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক বাবুল চন্দ্র শীল, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান ও সহকারি অধ্যাপিকা শামীম আক্তার,ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভাইস প্রিন্সিপাল আবুল বাশার, পরশুরাম সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু কাওছার হারেছ।
সভায় সরকারিকরণ করা ১২টি মডেল কলেজের শিক্ষকদের অনুরূপ বিধিমালার আওতায় আনায়ন, জাতীয়করনের আদেশ জারিকরণের আদেশ জারির পূর্বে বিধিমালা প্রণয়ন, সরকারি কর্ম কমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগীতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতিত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডারভূক্ত না করাসহ বিভিন্ন দাবী জানানো হয়।