শহর প্রতিনিধি -ফেনী জেলা কারাগারে সনাতনী কয়েদীদের মাঝে শনিবার দুপুরে শ্রীমদ্ভগবদ গীতা বিতরণ করা হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভবানাকৃত সংঘ (ইস্কন) চট্টগ্রাম বিভাগীয় কমিটির তত্ত্বাবধানে ও ফেনী ইস্কনের সার্বিক ব্যবস্থাপনায় কারাগারের ভিতরে সনাতনী কয়েদীদের মাঝে শ্রীমদ্ভগবদ গীতা প্রদান করা হয়।
ফেনী জেলা ইস্কনের সভাপতি নিতাই গৌরাঙ্গ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কারাগারের জেলার শংকর কুমার মুজমদার।
বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেলার মোহাম্মদ মনির হোসেন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন ও সাংগঠনিক সম্পাদক লিঠন সাহা, চট্টগ্রামের ইসকন যুগ্ম-সম্পাদক মুকন্ড ভক্তিদাস ব্রক্ষ্মচারী।
কারাগারে ১৯ জন সনাতনী কয়েদীদের মাঝে শ্রীমদ্ভগবদ গীতা বিতরণ ও প্রসাদ প্রদান করা হয়।