শহর প্রতিনিধি-ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১১ তম আন্ত: হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন ।
কলেজ অধ্যক্ষ কাজী সামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধান অতিথির সহধর্মিনী বেগম নীরু সামছুন্নাহার।
অনুষ্ঠানে সার্বিক প্রতিযোগিতায় কলেজের ফাতেমা হাউস চ্যাম্পিয়ন হয়।আর রানার্স আপ হয় খাদিজা হাউস। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে ক্যাডেটরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে পদর্শন করে।