শহর প্রতিনিধি-ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন শিক্ষক বাতায়নে এ সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হয়েছেন।২৪ নভেম্বর শিক্ষক বাতায়ন সরকারি ওয়েব সাইট www.teachers.gov.bd এ ফলাফল প্রকাশিত হয়ে ৷
জানা যায়,প্রধানমন্ত্রীর দপ্তর কর্তৃক এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের পোর্টাল ও ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি উন্নয়নের ভান্ডার শিক্ষক বাতায়ন ২ লক্ষ ৬০ হাজারেরও বেশী শিক্ষক প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরী করে আসছেন । ডিজিটাল বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল ক্লাস রুমে রূপান্তরিত করতে যে ক’জন প্রতিভাবান শিক্ষক সেচ্ছায় নিরলসভাবে পরিশ্রম করে সারা দেশের শিক্ষকদেরকে মাল্টিমিডিয়া্র মাধ্যমে ক্লাস নিতে সহায়তা স্বরূপ ডিজিটাল কন্টেন্ট নির্মান করে বিশেষ অবদান রাখছেন তাদের মধ্যে অন্যতম হলো ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের কম্পিউটার বিভাগের শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ নিজামুদ্দীন ।তিনি এ সপ্তাহে ডিজিটাল কন্টেন্ট নির্মান করে সারা বাংলাদেশের মধ্যে সেরা তিন জনের একজন নির্বাচিত হয়েছেন ৷
এটুআই (প্রধানমন্ত্রীর কার্যালয় ) কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৭”তে ফেনী টিএসসির প্রতিযোগী টিমের সুপারভাইজার হিসেবে অংশগ্রহণ করে “স্বয়ংক্রিয় পদ্ধতিতে জালানীবিহীন বিদ্যুত উৎপাদন ও সরবরাহকরণ “ প্রজেক্ট উপস্থাপন করে ডিজিটাল উদ্ভাবনী মেলায় ফেনী জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মধ্যে প্রথম স্থান অর্জনপূর্বক ডিসি মহোদয় থেকে ক্রেস্ট গ্রহণ করেন তিনি।
এ বছর অনুষ্ঠিত গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের এটুআই (প্রধানমন্ত্রীর কার্যালয়) কর্তৃক ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগীতা ২০১৭ (শ্রেনিকক্ষে পাঠদান, শিখন ও শিখানো কার্যক্রম, আইসিটি ও সৃজণশীল এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত) চট্রগ্রাম বিভাগের সেরা মাল্টিমিডিয়া কন্টেন্ট নির্মাতা শিক্ষক এবং জাতীয় মাল্টিমিডিয়া কনটেন্ট প্রতিযোগিতা ২০১৭তে সেরাদের সেরা (সেরা15) শিক্ষক এর স্বীকৃতি অর্জন করেন নিজামুদ্দিন। এছাড়া চলতি বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এটুআই ( এক্সেস টু ইনফরমেশন ) কর্তৃক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে জেলা পর্যায়ে আইসিটিফোই ফেনী জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তিনি ।
নিজামুদ্দীন শিক্ষক বাতায়নের পাশাপাশি আন্তর্জাতিক একটি প্লাটফর্ম মাইক্রোসফট এডুকেশনের সাথে কাজ করেও সফলতার স্বাক্ষর রেখেছেন। তিনি আন্তর্জাতিক সংস্থা মাইক্রোসফট কর্পোরেশন এর মাইক্রোসফট এডুকেশন প্রোগ্রামের সাথে কাজ করে অনবদ্য স্বীকৃতির স্মারক রেখেছেন।আন্তর্জাতিক ভাবে মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক হিসেবে মাইক্রোসফট কর্পোরেশন এর স্বীকৃতি অর্জন করেছেন এবংআন্তর্জাতিক ৮ টি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। নিজামুদ্দীন এর মাইক্রোসফট এডুকেশনে অর্জিত পয়েন্ট প্রায় ১৬ লক্ষ ৫০ হাজার এবং ১০৭ টি ব্যাজ ও ৫৭টি সার্টিফিকেট অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত মুক্তপাঠ বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত ই-লানিং প্লাটফর্ম মুক্তপাঠ সার্টিফাইড এবং প্রায় ১২ লক্ষ ১০ হাজার পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছেন।