সদর প্রতিনিধি-দক্ষিন ফরহাদ নগর ভোর বাজার মডেল একাডেমীর ঈদ পুনর্মিলনী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার রাতে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরবাজার মডেল একাডেমীর সভাপতি শামছুল হুদা দুলাল।একাডেমীর সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ মহি উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন একাডেমীর সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম,পরিচালক সাইফুল ইসলাম মিঝি,বাহাদুর,সদস্য মাঈন উদ্দিন পাটোয়ারী,আলাউদ্দিন রুমন,শাহজাহান ও আনোয়ার হোসেন।
এসময় প্রতিষ্ঠানটির সহ-সভাপতি জসিম উদ্দিন(মেম্বার), কোষাধ্যক্ষ ইকবাল হাসান মাসুম,পরিচালক নাজিম উদ্দিনসহ একাডেমীর শিক্ষক, পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবারুণ সংঘ ও কিন্ডারগার্ডেনের পক্ষে হোসাইন দেলোয়ার কর্তৃক রচিত “আমাদের গাঁওগুলির কথা” বইয়ের ১৬ পৃষ্ঠার ৭ নং কলামে ভোরবাজার মডেল একাডেমি নামে এলাকার কিছু তরুণ কর্তৃক নতুন একটি কিন্ডারগার্ডেন স্কুল বাণিজ্যিক ভিত্তিতে পরিচালিত হচ্ছে মর্মে মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান ভোরবাজার মডেল একাডেমী।
সভাপতির বক্তব্য প্রদানকালে শামছুল হুদা দুলাল বলেন, এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে মডেল একাডেমী কাজ চালিয়ে যাচ্ছে।আমরা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় বিশ্বাসী কিন্ত প্রতিহিংসা পরায়ণ নয়।এরপরেও আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠান বলে প্রচার করে হেয় প্রতিপন্ন করার চক্রান্তের খবর পেয়ে নবারুণের কর্তৃপক্ষকে আমাদের প্রতিনিধিদল গিয়ে এর সংশোধনী দেয়ার কথা বলে আসছে।তারাও তাদের অনুষ্ঠিত স্মরণসভায় এর সমাধান দেয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেনি।যা খুবই দু:জনক।আমাদের পক্ষ থেকে এর সমুচিত জবাব দেয়া হবে।
সাইফুল ইসলাম বলেছেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মডেল একাডেমী সামনের দিকে এগিয়ে যাবে।আর মডেল একাডেমীকে হেয় করার ঘটনায় নবারুণ এর পক্ষ থেকে কোন প্রকার সংশোধনী কিংবা দু:খ প্রকাশ না আসলে প্রয়োজনে মানহানি মামলা করাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহন করার ঘোষণা দেন তিনি।
সাইফুল ইসলাম মিঝি প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে সকল চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
সকল ষড়যন্ত্রকে প্রতিযোগিতা হিসেবে গ্রহন করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন বাহাদুর।
মাঈন উদ্দিন পাটোয়ারী বলেছেন, খুব কম সময়ের মধ্যে এ অঞ্চলে সুনাম অর্জন করেছে মডেল একাডেমী। সুদক্ষ পরিচালনা ও মানসম্মত পাঠদান দিয়ে আগামি দিনেও এ ধারা অব্যাহত রাখতে তিনি আহবান জানান।
আলাউদ্দিন রুমন বলেন, প্রতিষ্ঠান নিয়ে নানামুখী চক্রান্ত ও ষড়যন্ত্র করা হচ্ছে।এর অংশ হিসেবে মডেল একাডেমী নিয়ে কটুক্তি করা হয়।এর সমুচিত জবাব দিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এখন থেকেই।
শাহজাহান বলেছেন,পড়ালেখার পাশাপাশি সামাজিক ও সেবামুলক কাজে শিক্ষার্থীদের উৎসা দিতে শিক্ষকদের আরো বেশী মনোনিবেশ ও পাশাপাশি প্রতিষ্ঠান নিয়ে অন্যদের ষড়যন্ত্রকে প্রতিযোগিতা হিসেবে নিতে হবে।
অভিভাবকদের সচেতনতা বৃদ্বি ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় কাংখিত লক্ষে সফলতা লাভ করা যায় বলে মন্তব্য করেন আনোয়ার হোসেন।
এদিকে একইদিন বিকালে নবারুণ সংঘ ও কিন্ডারগার্ডেন এর আয়োজনে সাবেক সভাপতি নাছির আহম্মদ ও মোস্তফা মাষ্টারের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।