ফেনীর কথা ডেস্ক>>>
জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত না করার দাবিতে ও বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের ‘মর্যাদা’ রক্ষায় একযোগে দেশব্যাপী আন্দোলনে নেমেছেন সরকারি কলেজের শিক্ষকরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে ‘নো বিসিএস, নো ক্যাডার’ এ দাবীতে একাত্ম হয়ে গত দুদিন (২৬ ও ২৭ নভেম্বর) ধরে ফেনী জেলার আটটি সরকারি কলেজে শিক্ষকরা একযোগে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
প্রতিদ্বন্দ্বিতামূলক বিসিএস পরীক্ষা ছাড়া শিক্ষা ক্যাডারে কোনো পার্শ্ব প্রবেশ মেনে নিতে পারছেন না আন্দোলনরত শিক্ষকরা। সমাবেশ এবং বক্তৃতা করে কর্মবিরতির দুই দিন পালন করেন ক্যাডারভুক্ত শিক্ষকরা। ফলে ফেনীর সরকারি কলেজগুলোতে বন্ধ রয়েছে সকল শিক্ষা কার্যক্রম। অনুষ্ঠিত হয়নি কোন ক্লাস ও পরীক্ষা।
ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির ফেনী জেলা ইউনিট এর সভাপতি ও টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ সেলিম সরকারের নেতৃত্বে আন্দোলনে বেগবান করতে জেলার সকল কলেজে সাংগঠনিক সফর করছেন কমিটির সদস্যরা।
ইউনিটের সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ হোসেন বলেন, বিসিএস পরীক্ষা না দিয়ে কলেজ সরকারি হলেই তারা ক্যাডার হয়ে যাবে এটি মেনে নেয়া সম্ভব না। তিনি বলেন, অন্যান্য ক্যাডারের মতো তাদেরকে জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন অনুযায়ী জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের নন ক্যাডার ঘোষনা করতে হবে। এ দাবী নিয়ে তারা প্রায় গত এক বছর ধরে আন্দোলন করছেন। গত ২২ অক্টোবর এ নিয়ে ফেনীতে একটি সংবাদ সম্মেলনও করেন ইউনিটের নেতৃবৃন্দরা।
এদিকে শিক্ষকদের এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববার-সোমবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারিকরণের ঘোষণা দিয়েছে সরকার। এর মাধ্যমে সারা দেশে ৩২৫টি বেসরকারি স্কুল ও ৩১৫টি বেসরকারি কলেজ জাতীয়করণ হচ্ছে। এর আগে যেসব বেসরকারি কলেজকে সরকারিকরণ করা হয়েছে, সেগুলোর শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হয়েছে। আর এই সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছেন বিসিএস শিক্ষকরা। নতুন করে সরকারিকরণ করা কলেজগুলোর শিক্ষকদের কী মর্যাদা দেয়া হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।
বিসিএস ক্যাডার মর্যাদা রক্ষা কমিটির ফেনী জেলার শিক্ষকরা বলছেন, তারা ওই শিক্ষকদের আত্তীকরণ নিয়ে সুস্পষ্ট বিধিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছেন বিগত এক বছর ধরে। সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫ হাজারের বেশি শিক্ষক বিভিন্ন সরকারি কলেজে কর্মরত রয়েছেন। নতুন করে জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের বিসিএস ক্যাডার পদমর্যাদা না দেয়ার দাবিতে গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে দুই দিনের কর্মবিরতির ডাক দেয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তাতেও বিসিএস ক্যাডার মর্যাদা রক্ষা কমিটি, ফেনী জেলার শিক্ষকরা অংশগ্রহন করেন। জাতীয়করণ হওয়া বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হলে আগামী ৬, ৭ ও ৮ই জানুয়ারি আবারও কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা।
এ আন্দোলনকে আরো বেগবান করতে প্রথম আলোর অনলাইন জরিপেও অংশগ্রহন করেন শিক্ষকরা। গত ২৪ থেকে ২৫ নভেম্বর ২৫ হাজার ৮৭৭জন তাতে অংশগ্রহন করেন। জরিপে মোট ভোটের ৯৩.৯৬% জাতীয়করণ হওয়া বেসরকারি কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত না করার পক্ষে মতামত প্রদান করেন।