ফেনী
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১
, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

‘মুদ্রণ শিল্পের কথা অতীত ও বর্তমান’

আলমগীর মাসুদ-গবেষণা কাজে মানুষের এক ভিন্নতা উন্মোচন ঘটে এবং যদি স্বয়ং সে মানুষ আরিফুল আমীন রিজভী হন, তবে সন্দেহহীন বলতে হয় সৎ, সত্যসন্ধ, জ্ঞানব্যক্তিক উন্মোচনের পাশাপাশি, তাঁর কাজ সমাজ, রাষ্ট্র আর মানুষের উপকারে সৃষ্টি হয়।
মুদ্রণ শিল্পের গবেষণা সূচনাভাগ ৮৬৮ সাল থেকে ২০১৭ চলমান। নিরপেক্ষকর্ম এ কাজ বাংলাদেশে এই শিল্পকে আরিফুল আমীন রিজভী তাঁর শ্রম, ঘাম আর মেধাদিয়ে প্রকাশ করেছেন ‘মুদ্রণ শিল্পের কথা; অতীত ও বর্তমান’ বইয়ে। মুদ্রণ শিল্প সম্পর্কিত অনেক বেশি দুর্লভ তথ্য এই বইটিতে উঠে এসেছে। একইসঙ্গে ফেনীর গবেষণা কাজকেও অনেক বেশি সমৃদ্ধ ও স্পষ্ট করবে।

গবেষণাগ্রন্থ
‘মুদ্রণ শিল্পের কথা অতীত ও বর্তমান’
আরিফুল আমীন রিজভী
প্রকাশ: ফেব্রুয়ারি ২০১৮
ভাটিয়াল প্রকাশন
প্রচ্ছদ: পারমিতা প্রিসলি
মূল্য: ২৫০ টাকা মাত্র।

 

 

অনুসন্ধান আর বুদ্ধিবৃত্তিক এই কাজ-একজন গবেষকের। প্রকৃত গবেষক কেবল গবেষণাই করেন না, তাঁকে হাঁটতে হয়, পড়তে হয়, ঘুরতে হয় এবং অনেক বেশি জানতে হয়। অতঃপর আনন্দটা এখানে যে, একমাত্র বরাবর মানুষের মধ্যেই অন্তহীন ক্ষমতাসম্পন্ন একটা সত্তা জাগ্রত রয়। আরিফুল আমীন রিজভী সে মানুষ। যাঁর গবেষণার হাতও শিক্ষা-শক্তির যোগ্যতা রাখে।
ফেনী ও মুদ্রণ শিল্পকে জানতে বা গবেষণা ও তথ্যের কাজে এই গ্রন্থ সংগ্রহে রাখাটা জরুরি। গবেষণা শুধু তথ্য আর সত্যের সমাবেশই নয় পাঠক ও সমাজের অগ্রসর মানুষের, পাঠের একটা সংকলনও। বইটি পাওয়া যাচ্ছে, একুশে বইমেলা লিটলম্যাগ চত্বর, ভাটিয়াল স্টল নাম্বার-৭৬ এ।

ট্যাগ :

আরও পড়ুন


Logo