ফেনী
বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০২
, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম:
ফেনীতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালীতে লোকে লোকারণ্য লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের বিরিঞ্চিতে আগুন দিয়ে দুই শিশু হত্যার মূল আসামি গ্রেফতার ফেনী-১ আসনে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের উচ্ছ্বাস নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাসদর আমাদের দায়ীত্ব,ক্ষমতা, কর্মতৎপরতা জনগণের জন্য নিবেদিত ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে মাওলানা ফজলুল করিম কালামের স্মরণ সভা ও দোয়া মাহফিল ছাত্রদল নেতা রিয়াদ পাটোয়ারীর উদ্যোগে বিনামূল্যে চোখের আলো ফিরে পেল ৫ ব্যক্তি নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনদিনও মানবে না বিএনপি

শেষ চমকে মেসিকে হারিয়ে দেবেন রোনাল্ডো!

 

ক্রিডা প্রতিবেদক-টানা দুই ম্যাচে গোল না পাওয়া বিশ্বের প্রায় বেশিরভাগ খেলোয়াড়ের জন্যই স্বাভাবিক ঘটনা হলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্য বিষয়টা মোটেই সুখকর নয়

আর দলের মূল ফরোয়ার্ড যেখানে গোল খরায় ভুগছেন সেখানে রিয়াল মাদ্রিদের জন্য মৌসুমের শুরুটাও যে ভালো হবে না তা সহজেই অনুমেয় ছিল, হয়েছেও তাই। এ পর্যন্ত লা লিগায় ৬ ম্যাচের তিনটিতে জয়, একটিতে ড্র ও একটিতে পরাজিত হয়ে রিয়ালের সংগ্রহে রয়েছে ১১ পয়েন্ট। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ৭ পয়েন্ট পিছিয়ে তাদের অবস্থান এখন পঞ্চম। মঙ্গলবার বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে গ্যালাকটিকোরা। এই ম্যাচের মাধ্যমে আবারো রিয়ালের হয়ে গোলে ফিরতে মরিয়া হয়ে আছেন রোনাল্ডো।

গত কয়েক বছরের মতো এবারও ব্যালন ডি’অর জয়ের তালিকায় বার্সেলোনা তারকা লিওনেল মেসির সাথে অন্যতম ফেবারিট হিসেবে জায়গা করে নিয়েছেন রোনাল্ডো। পর্তুগিজ এই তারকার নেতৃত্বেই ৫৯ বছরের মধ্যে প্রথম একই বছর গ্যালাকটিকোরা লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের শিরোপা ঘরে তুলেছে। যদিও চলতি মৌসুমের শুরুতে রোনাল্ডোর থেকে লাইমলাইট অনেকটাই সড়ে এসেছে মেসির দিকে। বার্সার আরেক তারকা নেইমারের দলবদলের পরে ক্লাবের পুরো দায়িত্বই এখন এই আর্জেন্টাইনের কাঁধে। যা সে দারুনভাবে পালন করে চলেছেন।

সব মিলিয়ে এ পর্যন্ত মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে মেসির গোলসংখ্যা যেখানে ৮ ম্যাচে ১২টি, সেখানে মাত্র তিন ম্যাচে রোনাল্ডো গোল করেছেন ৩টি। যদিও নিষেধাজ্ঞার কারণে রোনাল্ডো মৌসুমের শুরুতেই পাঁচ ম্যাচ মাঠের বাইরে ছিলেন। তারপরেও গত মৌসুমের দুর্দান্ত ফর্ম রোনাল্ডোকেই ব্যালন ডি’অর প্রাপ্তিতে বেশ খানিকটা এগিয়ে রেখেছে। গত সপ্তাহে ঘোষিত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মেসি, রোনাল্ডোর সাথে নেইমার জায়গা করে নিয়েছেন।

রিয়াল বেটিসের বিপক্ষে গত সপ্তাহে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে রিয়াল। কিন্তু শনিবার আলাভেসের বিপক্ষে আবারো জয়ের ধারায় ফিরেছে। যদিও ২-১ গোলের জয়ের ম্যাচটিতেও রোনাল্ডো দুর্ভাগ্যজনক ভাবে গোল পাননি। রিয়াল বস জিনেদিন জিদান অবশ্য রোনাল্ডোর এই পারফরমেন্সে মোটেই বিচলিত নন। তিনি বলেছেন, রোনাল্ডো এমনই। সে গোল করতে চায়, এটাই স্বাভাবিক। এখনো মৌসুমের অনেক সময় বাকি আছে। আমি নিশ্চিত বরাবরের মতো লীগের শেষ দিকে সেই ক্লাবের হয়ে পার্থক্য গড়ে দিবে।

চ্যাম্পিয়নস লীগে কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্ন মিউনিখ, এ্যাথলেটিকো মাদ্রিদ, জুভেন্টাসের মত দলের বিপক্ষে একাই ১০টি গোল করা রোনাল্ডোর মতো খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। আর অসাধারণ এই পারফরমেন্সই রোনাল্ডোকে ব্যালন ডি’অর জয়ে এগিয়ে রাখবে বলেই সমর্থকদের প্রত্যাশা।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!