সোনাগাজী প্রতিনিধি-বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর সোনাগাজীতে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ পৌর কাউন্সিলরসহ ৩ যুবদল কর্মীকে আটক করেছে এবং ৩টি ককটেল উদ্ধার করেছে। রায় ঘোষণার পর উপজেলা যুবদলের সাধারন সম্পাদক খুরশিদ আলম ভূঞা ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর ছিদ্দিন মারুফের নেতৃত্বে যুব-ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।
এদিকে রায়কে স্বাগত জানিয়ে উপজেলা আ’লীগের বের হওয়া মিছিলটি গিয়ে মিছিলের জন্য জড়ো হওয়া যুবদল-ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে সিনিয়র সহকারি পুলিশ সুপার জুনায়েত কাওছার ও ওসি মোয়াজ্জেম হোসেচনের নেতৃত্বে পুলিশদল সোনাগাজী বাজারের গো-হাট এলাকা থেকে ৩টি তাজা ককটেল উদ্ধার করে। সকালে গোলাম আজম, দুপুরে পৌর কাউন্সিলর মো. এয়াছিন এবং পৌর যুবদল নেতা মুকসুদুর রহমান রাসেলকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে সকালে রায় ঘিরে সোনাগাজীতে গণজামায়াতের আয়োজন করে উপজেলা আ’লীগ ও সহযোগি সংগঠন। সোনাগাজী বাজারের জিরোপয়েন্টে সকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম।এসময় কেন্দ্রীয় আ’লীগের সাবেক উপ-সম্পাদক সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছােসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ভুট্রো, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন, সৈয়দ নাছির উদ্দিন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম মিয়া, সাবেক ডেপুটি কমান্ডার মো. ইসমাইল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, আ’লীগ নেতা এডভোকেট নাছির উদ্দিন বাহার, আ’লীগের প্রচার সম্পাদক দীন মোহাম্মদ, পৌর আ’লীগের সভাপতি সেলিম পাটোয়ারি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন উপস্থিত ছিলেন।