ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো: সাইফুদ্দিন শাহ বলেছেন, দেশের উন্নতি করতে হলে যেসব মেধাবীরা উচ্চ শিক্ষার জন্য শেষে দেশের বাইরে চলে গেছেন। পড়ালেখা শেষ করে ওই দেশেই চাকরি ও জীবন যাপন করছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে। দেশকে চরম উন্নতির শেখরে পৌঁছাতে ভাল অফার দিয়ে তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
ফেনী ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্টের ওপর কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের প্রতি এমন উদ্যোগ নেয়ার আহবান জানান। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হল রুমে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মশালায় অংশ গ্রহণ করেন ৬০ জন শিক্ষার্থী।
সিএসই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, সিএসই বিভাগের শিক্ষার্থীদের প্রোগ্রামিং জানতেই হবে। আর প্রোগ্রামিং জানা শিক্ষার্থীদের চাকরি নিয়ে চিন্তা করতে হবে না। ফেনী ইউনিভার্সিটিকে ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে। প্রোগ্রামিং হলো গণিতের মতো, যা সবসময় চর্চা করতে হয়। আমরা আমারদের পারফর্মেন্স আর কোয়ালিটি দিয়ে শিগগিরই দেশের অন্যতম সেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে আসবো।।
দিন ব্যাপী এই কর্মশালায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রোগ্রামার ও রিচার্স অ্যাসিসটেন্ট ওমর শরীফ ও মো. বিল্লাল হোসেন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সফল ভাবে কর্মশালায় অংশ নেয়ায় শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
স্বাগত বক্তব্য দেন প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্টের শীর্ষক কর্মশালার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক বুসরাত জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজের সভাপতিত্বে একই বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শামসুল আরেফিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এস.এম আবুল খায়ের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা মোহাম্মদ আবুল খায়ের, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।