ফেনী
মঙ্গলবার, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২২
, ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেনী জেলা আ.লীগের সম্মেলন ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব

আগামী ২৬ অক্টোবর শনিবার ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সম্মেলনকে ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব চলছে ও সব ধরনের প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, একটি উৎসব মুখর পরিবেশে সম্মেলন আয়োজনের অংশ হিসেবে ফেনী শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, কুমিল্লা বাস স্ট্যান্ড, মিজান রোড, একাডেমী রোড ও কলেজ রোডসহ পুরো শহরসহ আশ পাশের এলাকা নানাভাবে সাজানো হয়েছে।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সম্মেলনে আগত অতিথিদের স্বাগত জানিয়ে আওয়ামী লীগ নেতাদের ছবি দিয়ে ৭৬ টি বিলবোর্ড স্থাপন করা হয়। ৭টি ইভেন্টে শহরজুড়ে আলোকসোজ্জা করা হচ্ছে।


এছাড়া ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। জেলা জুড়ে ৩০ হাজার পোষ্টারিং করার জন্য কাজ করছে দলটি। ১ হাজার থেকে ১২শ টি তোরণ নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা যায়।

ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল জানিয়েছেন, একটি আনন্দঘন পরিবেশে সম্মেলন উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশাকরি একটি সুশৃঙ্খল সম্মেলন উপহার দিতে পারবো।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!