ফেনী
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:২৩
, ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এপেক্স ক্লাব অব ফেনীর এজিএম অনুষ্ঠিত ,নাজরানা সভাপতি-ফারহানা সেক্রেটারী

 
কথা ডেস্ক-এপেক্স ক্লাব অব ফেনীর সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শহরের রাজঝির দিঘীর পাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের অফিসিয়াল অবজারভার ও এপেক্স ক্লাব বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এর ফাউন্ডার প্রেসিডেন্ট অধ্যাপক মিজানুর রহমান ও এপেক্স ক্লাব অব নোয়াখালীর সেক্রেটারী (ইলেক্ট-২০১৮) আলাউদ্দীন সোহেল।

ক্লাব সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড. মোর্শেদ আলম চৌধূরী। সভায় এপেক্স ক্লাব অব ফেনীর ২০১৮ সালের কমিটি গঠন করা হয়। কমিটিতে আয়কর আইনজীবি এডভোকেট নাজরানা হাফিজ অম্লানকে সভাপতি ও কবি ফারহানা আইরিনকে সেক্রেটারী এন্ড ডিএনই নির্বাচিত করা হয়।

অন্যান্য বোর্ড মেম্বারগণ হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক রাশেদুল হাসান, জুনিয়র প্রেসিডেন্ট সাংবাদিক মাঈন উদ্দীন পাটোয়ারী,আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর জাফর সেলিম,ট্রেজারার ডা: আতিক উল্লাহ, সার্ভিস ডিরেক্টর জাহিদ সরোয়ার, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর শাহীনুর রহমান,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশনশীপ ডিরেক্টর সাইদুল ইসলাম সনেট, পাবলিক  এন্ড ডিবেটিং ডিরেক্টর নাসির উদ্দীন, সার্জেন্ট এট আর্মস আতাউর রহমান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!