ফেনী
বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৫
, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

এপেক্স ক্লাব অব ফেনীর এজিএম অনুষ্ঠিত ,নাজরানা সভাপতি-ফারহানা সেক্রেটারী

 
কথা ডেস্ক-এপেক্স ক্লাব অব ফেনীর সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর শহরের রাজঝির দিঘীর পাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশের অফিসিয়াল অবজারভার ও এপেক্স ক্লাব বীর শ্রেষ্ঠ রুহুল আমিন এর ফাউন্ডার প্রেসিডেন্ট অধ্যাপক মিজানুর রহমান ও এপেক্স ক্লাব অব নোয়াখালীর সেক্রেটারী (ইলেক্ট-২০১৮) আলাউদ্দীন সোহেল।

ক্লাব সভাপতি জাফর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড. মোর্শেদ আলম চৌধূরী। সভায় এপেক্স ক্লাব অব ফেনীর ২০১৮ সালের কমিটি গঠন করা হয়। কমিটিতে আয়কর আইনজীবি এডভোকেট নাজরানা হাফিজ অম্লানকে সভাপতি ও কবি ফারহানা আইরিনকে সেক্রেটারী এন্ড ডিএনই নির্বাচিত করা হয়।

অন্যান্য বোর্ড মেম্বারগণ হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক রাশেদুল হাসান, জুনিয়র প্রেসিডেন্ট সাংবাদিক মাঈন উদ্দীন পাটোয়ারী,আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর জাফর সেলিম,ট্রেজারার ডা: আতিক উল্লাহ, সার্ভিস ডিরেক্টর জাহিদ সরোয়ার, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্ট ডিরেক্টর শাহীনুর রহমান,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশনশীপ ডিরেক্টর সাইদুল ইসলাম সনেট, পাবলিক  এন্ড ডিবেটিং ডিরেক্টর নাসির উদ্দীন, সার্জেন্ট এট আর্মস আতাউর রহমান।

ট্যাগ :

আরও পড়ুন


Logo