নাজিম সরকার-ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে “কেএমহাট ইঞ্জিনিয়ার্স ফোরাম” এর যাত্রা শুরু হয়েছে।এ উপলক্ষ্যে রবিবার বিকালে কেএমহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রকৌশলীদের নিয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যা প্রকৌশলীদের মিলনমেলায় পরিনত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ডুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এজিএম(আইটি) ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, এইচ এন্ড এম’র সিস্টেম এনালিস্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, বসুন্ধরা ডেভেলপমেন্ট লিঃ এর সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার মাঈন উদ্দিন মঈন।অনুষ্ঠানে কৃষি মন্ত্রনালয়ের উপ-সহকারী প্রকৌশলী বেলাল হোসেনকে সভাপতি ও ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট’র শিক্ষার্থী সাহারন হোসেনকে সাধারন সম্পাদক করে কেএমহাট ইঞ্জিনিয়ার্স ফোরামের কমিটি গঠন করা হয়।