ফেনী
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:০০
, ৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

saju

শহর প্রতিনিধি: ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাহজাহান কবির সাজুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে ট্রাংক রোডে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার বিকালে আওয়ামীলীগের কর্মসূচীতে অংশ নেয় ছাত্রলীগ নেতা শাহজাহান কবির সাজু (২৭)। মিছিল শেষে এসআই রাশেদুল হক তাকে শহীদ মিনার প্রাঙ্গন থেকে গ্রেফতার করেন।সে চৌদ্দগ্রামের বিজয়করা এলাকার আবদুস সোবহানের ছেলে।
এর আগে ১৪ ফেব্রুয়ারী ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ডের মনির উদ্দিন সড়কে ফয়েজ উল্লাহ নামের এক কলেজ ছাত্র ছিনতাইকারি চক্রের শিকার হয়েছে। এ ঘটনায় শান্তি কোম্পানী সড়কের ভাড়াটিয়া চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের বিজয়করা গ্রামের চৌধুরী বাড়ীর গোলাম আজম চৌধুরী নামের ছিনতাই চক্রের এক সদস্যকে ডেকে এনে পুলিশে সোপর্দ করেছেন পৌর কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদে গোলাম আজম চৌধুরী ঘটনায় অপর জড়িত জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শাহজাহান কবির সাজু, রাসেল ও মঞ্জুর নাম পুলিশ ও কাউন্সিলরকে জানিয়েছে।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!