ফেনী
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৪
, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পরশুরামে মাদক ব্যবসায়ীর ১ বছরের কারাদন্ড

 

পরশুরাম প্রতিনিধি-পরশুরামে সামসুল হুদা (৬০) নামে এক মাদক ব্যবসায়ীর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মো: রুহুল আমিন এ আদেশ দেন। এর আগে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় ফেনীর সদস্যরা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সহকারি পরিচালক আবু আবদুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার বক্সমাহমু ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ফেনীর সদস্যরা। অভিযানে সামসুল হুদাকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের নিকট হাজির করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) মো: রুহুল আমিন তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ইকবালুর রহমান জানান, সে দীর্ঘদিন  ধরে মাদক ব্যবসা সাথে জড়িত। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

ট্যাগ :

আরও পড়ুন


Logo
error: Content is protected !!