ফেনীর পরশুরামে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার পরশুরাম প্রেসক্লাবের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার এসএম আল আমিন।
এতে প্রশিক্ষক ছিলেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক কালের কন্ঠের সাবেক জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা ও দৈনিক অজেয় বাংলার সম্পাদক শওকত মাহমুদ।
পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ও নির্বাহী সদস্য গাজী মাসুদ রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম থানার ওসি মোঃ আব্দুল হাকিম,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান আসিফ, কবি শামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক, কর্মচারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৪২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।