পরশুরাম প্রতিনিধি-পরশুরাম মূহুরী নদীর নোয়াপুর,শালধর ও সুবার বাজারে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৩ স্থান ভেঙ্গে অন্তত ১৫ গ্রাম পানিতে তলিয়ে গেছে বলে সুত্র জানিয়েছে।
মূহুরী নদীর পানি বিপদ সীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ফেনী-পরশুরাম সড়কের ধনীকুন্ডা রাস্তার মাথায় হাটু পরিমান পানি থাকায় কম যানবাহন চলাচল করছে।