ফুলগাজী প্রতিনিধি:ফুলগাজীতে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় রবিবার এক বখাটের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সূত্র জানায়, গত ক’দিন ধরে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছে সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের নজির আহমদের ছেলে জয়নাল আবদীন (২৫)।রবিবার ওই ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ জয়নাল আবদীনকে আটক করে। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমার কাছে নেয়া হলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে এক মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। জয়নাল আবদীন পেশায় কাঠমিস্ত্রী