ফুলগাজী প্রতিনিধি
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামে বুধবার ফাতেমা বেগম রিনা (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের প্রবাসী আবদুল মমিনের স্ত্রী ফাতেমা বেগম রিনা পারিবারিক কলহের জের ধরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত ফাতেমা ২ ছেলে ও ২ মেয়ের জননী। ঘরের লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।