ফুলগাজী প্রতিনিধি-ফেনীর ফুলগাজীতে ফেন্সিডিলসহ মাদক সম্রাট মোঃ হারুনকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার এসআই আনবিক চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার সকালে উপজেলার দক্ষিণ আনন্দপুর কালিরহাট বাজার সংলগ্ন আনন্দ ব্রীক ফিল্ড এলাকায় অভিযান চালায়। এসময় ১শ বোতল ফেন্সিডিলসহ হারুনকে গ্রেফতার করা হয়। সে উপজেলায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।
এ ঘটনায় তার বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা দায়েরপূর্বক রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
এছাড়া তার বিরুদ্ধে ফুলগাজী থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।