শহর প্রতিনিধি-জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড দেয়ায় ফেনীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামীলীগ।বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাংক রোড থেকে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে সমাবেশে মিলিত হয়।
এসময় ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,সদর উপজেলা সভাপতি করিম উল্লাহ বিকম,পৌর সভাপতি আয়নুল কবির শামিম,সাধারন সম্পাদক আবদুল করিম,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি মুখ করান।