সদর প্রতিনিধি- ফেনীতে ইয়াবাসহ রসুল আহম্মদ নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার সদর উপজেলার ধলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম ধলিয়া ইউনিয়নে হানা দেয়। অভিযানকালে ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক রসুল আহম্মদ বলির বাড়িতে অভিযান চালিয়ে বসতঘর থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় আবুল হোসেনের ছেলে রসুল আহম্মদ বলিকে গ্রেফতার করা হয়। একইদিন সকালে পশ্চিম বিজয়সিংহ এলাকায় বাবুলের ঘর থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবুল ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।