শহর প্রতিনিধি-ফেনীতে ছাত্রলীগ নেতা শাকিল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পৌর ছাত্রলীগ।সোমবার বিকালে পৌর চত্বর থেকে বের হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাংক রোড দোয়েল চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল করিম,জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ,সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ ।
এসময় পৌর আওয়ামীলীগের সভাপতি আইনুল কবির শামীম,পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াসিন আরাফাত রাজু,সাধারণ সম্পাদক শাহেদ আকবর অভিসহ দলটির বিপুল পরিমাণ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জহিরিয়া মসজিদের পিছনে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে খুন হয় ছাত্রলীগ নেতা শাকিল।এ ঘটনায় শাকিলের পিতা হুমায়ুন কবীর বাদী হয়ে বিএনপি,যুবদল ও ছাত্রদলের ২১ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে শনিবার রাতে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।