শহর প্রতিনিধি-অনলাইন নিউজ পোর্টাল ফেনীর কথা ডটকমে ৪ মার্চ রাতে “ফেনীতে ছিনতাইয়ের ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা আটক” শিরোনামে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন শাহজাহান কবির সাজু।
মঙ্গলবার রাতে এক প্রতিবাদ লিপিতে এ ছাত্রলীগ নেতা উল্লেখ করেন যে,৩ মার্চ জেলা আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী মিছিল শেষে শহরের ট্রাংক রোড দোয়েল চত্ত্বর থেকে পৌর সভায় যাওয়ার পথে শহীদ মিনারের শেষ প্রান্তে কিছু যুবক তাকে গতিরোধ করে।পরে স্থানীয় এক জনপ্রতিনিধি ডেকে এনে তাকে সবাই মিলে শারীরিক নির্যাতন করে মিথ্যা অভিযোগ এনে ছিনতাইকারী বলে পুলিশের নিকট তুলে দেয়।
কিন্তু অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ব্যক্তিগত প্রতিহিংসা মূলক দাবী করে সাজু আরো বলেন,পরবর্তীতে পুলিশ তদন্ত করে অভি্যোগের প্রমান না পেয়ে তাকে ছেড়ে দেয়।তাই তাকে ও ছাত্রলীগের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাজু।