স্টাফ রিপোর্টার-ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রদল। এ উপলক্ষে রবিবার বিকালে শহরের ব্যতিক্রম কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও কম্বল বিতরণের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহের, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, সাংগঠিন সম্পাদক খুরশিদ আলম, জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী জুলেখা আক্তার ডেইজি, জেলা জাসাসের সস্য সচিব হাফিজুর রহমান। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম সালাহ উদ্দিন মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুর হোসেন, যুগ্ম আহ্বায়ক করিমুল হক সুমন, আলাউদ্দিন রুমন ও সদস্য জিয়া উদ্দিন আহমেদ।