শহর প্রতিনিধি-ফেনীতে ভেজাল পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানের ২ লক্ষ টাকা জরিমানা ও একটি নকল কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
সুত্র জানায়,ভেজাল পণ্য বিক্রি রোধ ও ভোক্তা অধিকার সংরক্ষণে সোচ্চার জেলা প্রশাসন।এর অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এ সময় চৌধুরী বাড়ি রোড সংলগ্ন মধ্যম চাড়িপুর আহাদ ফুড প্রোডাক্টস এর ম্যানেজার আলী মর্তুজা(৩৫)কে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করে আদালত। মূলত আহাদ ফুড প্রোডাক্টস নামে কোন কোম্পানির অস্তিত্ব নেই। এখানে প্রস্তুতকৃত চিপস ও আচার নকল। বিএসটিআই এর কোন অনুমোদনও নেই।তাই কারখানাটি বন্ধ করে দেয়ার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে চাইনিজ রেস্টুরেন্ট সিজলারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বেভারেজ, কাচা খাবারের সাথে সেদ্ধ খাবার ও অত্যন্ত ময়লাযুক্ত ফ্রিজে খাবারের কাচাপণ্য রাখার অপরাধে সিজলারের মালিক আবুল বশর (৪১) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া এসএসকে রোডের হোম প্লাসের ম্যানেজার আশিকুর রহমান (২৮) কে অনুমোদনহীন পণ্য প্যাকেটজাত করায় ৩০ হাজার ও মহিপাল প্লাজার স্যামসাং গালারির মালিক মো: ফারুককে (২৮) বিক্রয়কৃত মোবাইল ফোনের সাথে বক্স সরবরাহ না করায় ২০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন আদালত।