সদর প্রতিনিধি-ফেনী সদরের লেমুয়ায় মা ও ছেলেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে মির হোসেন মিরু (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সদর উপজেলার লেমুয়া বাজার থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল হক তাকে গ্রেপ্তার করে।
সে দীর্ঘ ২৭ বছর যাবত বিদেশে পালিয়ে ছিলো। সে ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের মুন্সি আবদুল গোফরানের ছেলে।
প্রসঙ্গত;১৯৯০ সালে লেমুয়ায় জায়গা নিয়ে বিরোধের জের ধরে মা ও জেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় আদালত মিরুকে যাবজ্জীবন সাজা দেয়।