ফেনী
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:১৫
, ৬ই শাবান, ১৪৪৬ হিজরি
শিরোনাম:
সংস্কার ধোঁয়া তুলে ষড়যন্ত্র করা হলে দেশের সমস্যা বাড়তে থাকবে সোনাগাজীতে ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি উপহার দিলেন তারেক রহমান চাঁদাবাজি করলে শহীদদের রক্তের অসম্মান হবে সংসদের উচ্চকক্ষে সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত হবে না ইসলামি আন্দোলন ফেনীর কমিটি গঠন,সভাপতি এনাম- সেক্রেটারি একরাম ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ফেনীর কমিটি ঘোষণা রাজাপুরে হিলফুল নূর ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার ফেনীতে বর্নাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ফেনী বড় মসজিদের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো আ.লীগ আবার ফিরবে,জয়বাংলা

ফেনীতে ৭ নেতাকর্মী নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিলের চেষ্টা,পুলিশি বাঁধায় পন্ড

 

শহর প্রতিনিধি-ফেনীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলের  চেষ্টা চালিয়েছে ৭ নেতাকর্মী ।কিন্তু তা পুলিশি বাঁধায় পন্ড হবার কথা জানান বিএনপির একটি সুত্র।বুধবার বিকালে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

সুত্র জানায়,কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ও হোল্ডিং টেক্স বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকালে ফেনী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করার উদ্যোগ গ্রহন করে।এর আলোকে নির্ধারিত সময়ে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেটের সামনে নেতাকর্মীদের উপস্থিত হতে নির্দেশনা দেন জেলা নেতারা।কিন্তু সময়মত কোন নেতাকর্মীকে উপস্থিত হতে দেখা যায়নি।

25371390_1510756095674448_1969626572_o

কিছুক্ষন পর সমবায় সুপার মার্কেটের সামনে থেকে  জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জসিম,মোটবী ইউনিয়ন বিএনপি নেতা ইসমাইল হোসেন ভুঁইয়াসহ ৭ নেতাকর্মী জেলা বিএনপির মিছিলের ব্যানার নিয়ে অগ্রসর হতে চেষ্টা করলে পুলিশি বাঁধায় পন্ড হয়ে যায়।এসময় পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে যায় বলে সুত্রটি জানান।

দলীয় একটি সুত্র জানায়,জেলা বিএনপির কমিটি গঠন প্রক্রিয়া বার বার বাধা গ্রস্থ হওয়ায় নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।এছাড়া যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাদের বিভক্তি,গ্রেফতার আতংকের ভয়ে দলীয় নেতাকর্মীরা অনেকটা নিস্ক্রিয় হয়ে পড়েছে।ফলে তারা  দলীয় কোন কর্মসূচিতে অংশ নেয়া থেকে বিরত থাকছে বলে জানান নেতাকর্মীরা ।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবু তাহেরের কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

ট্যাগ :

আরও পড়ুন


Logo