শহর সংবাদদাতা-ফেনী ইউনিভার্সিটিতে তরুণ কম্পিউটার প্রকৌশলীদের নতুন উদ্ভাবনী প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত প্রেজেন্টেশনে তরুণ প্রকৌশলীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করে।
এসময় তরুণ কম্পিউটার প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন বর্তমান টেলিফোন ব্যবস্থা ধারণাকে বাইরে রেখে আইপি ভিত্তিক টেলিফোন ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে টেলিফোন খরচ কমানোর প্রক্রিয়া উদ্ভাবন স¤পর্কে বিস্তারিত তুলে ধরেন। এর ব্যবস্থার মাধ্যমে বর্তমান কল রেটের চেয়ে ৮০ শতাংশ খরচ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন তিনি।
অন্যদিকে ওয়েবের মাধ্যমে ব্রঙ্কাইটিস রোগ নির্ণয়ের কৌশল উদ্ভাবন করেন কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্রী আফরোজা আক্তার রিক্তা। তিনি জানান, এ প্রক্রিয়ার মাধমে ঘরে বসেই রোগীরা ব্রঙ্কাইটিস হয়েছে কিনা জানতে পারবে। এতে রোগটি কোন পর্যায়ে রয়েছে তাও নির্ণয় করা যাবে। প্রান্তিক পর্যায়ে ওয়েব ধারণাকে কিভাবে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা যায় তার সু¯পষ্ট ধারণা দেন রিক্তা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডঃ মোঃ সাইফুদ্দিন শাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারক অনুষদের সহযোগী অধ্যাপক ডঃ রাশেদ মোস্তফা, ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশলী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাঈদ হোসেন পারভেজ, প্রভাষক আবু কাউছার, শিক্ষা সহকারী বুশরাত জাহান বিপাশাসহ শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ সাইফুদ্দিন শাহ বলেন “প্রকৌশলীরাই দেশের স¤পদ, তাদের এইরকম নতুন সব উদ্ভাবনির মাধ্যমেই দেশ আরো এগিয়ে যাবে। তরুণ প্রকৌশলীরা নতুন আবিষ্কারের মাধ্যমেই বিশ্বের দুয়ারে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করে তুলবে।’’
ফেনী ইউনিভার্সিটির কম্পিউটারক প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাঈদ হোসেন পারভেজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “দক্ষ কম্পিউটার প্রকৌশলী গড়ার লক্ষ্যে সিএসই বিভাগ সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।”