শহর প্রতিনিধি- স্বেচ্ছাসেবী সংগঠন ফেনী কলেজ ফ্রেন্ডস্ ক্লাব’র শীতবস্ত্র বিতরণ শুক্রবার সকালে সদর উপজেলার ধর্মপুর ঈদগাহ্ হাফেজী মাদ্রাসা ও এতিম খানা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর স্কুল এন্ড কলেজের ইংরেজী প্রভাষক জুয়েল হোসেন। ক্লাব সহ- সভাপতি আব্দুল মজিদ সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আফতাব বিবি ফাজিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা আহম্মদ উল্ল্যাহ,ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল হাশেম। সরোয়ার আলম সবুজের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ক্লাব পরিচিতি ও বার্ষিক কর্ম পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ ছাড়া ক্লাব সদস্য বেলায়েত হোসেন সুমন, ওসমান গণি মিঠু, সাহাব উদ্দিন, দেরোয়ার হোসেন, এনামুল হক নিলয়, শহিদুল ইসলাম নাযিম প্রমুখ উপস্থিত ছিলেন।